মুসলিম জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ - বিশ্বকনিকা বাংলাদেশ

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

মুসলিম জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ

 


সাধারণভাবে নবী মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের মুসলিম বলা হয়। যারা ইসলামী ধর্মবিশ্বাস বুকে ধারণ করে এবং মুহাম্মদ (সা.)-কে নবী হিসেবে বিশ্বাস, তাঁর অনুসরণ করে। পৃথিবীতে দুই শ কোটির বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম।

অনুসারীর বিচারে শুধু খ্রিস্ট ধর্মই ইসলামের চেয়ে এগিয়ে। তবে বহু গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের দাবি ২০৫০ সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর বৃহত্তম ধর্ম। সারা পৃথিবীতেই মুসলমানের উপস্থিতি আছে। তবে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায়।

মিসর, আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, তুরস্ক, ইরানসহ এসব অঞ্চলের কোনো দেশের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম। মুসলিম জনসংখ্যার ৭৫-৯০ শতাংশ সুন্নি এবং ১০-১৩ শতাংশ শিয়া। তবে সুন্নি মুসলিমরা বেশির ভাগ শিয়া মতাবলম্বীকে মুসলিম মনে করে না।

কোনো দেশের জনসংখ্যার ৫০ শতাংশের বেশি মুসলিম হলে তাকে মুসলিমপ্রধান দেশ বলা হয়। সার্বিক বিচারে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে ২৩১ মিলিয়ন মুসলিম বসবাস করে। ইন্দোনেশিয়ার জনসংখ্যার ৮৬.৭ শতাংশ মুসলিম এবং পৃথিবীর প্রায় ১৩ শতাংশ মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়।

মুসলিম জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ

২০২১ সালের পরিসংখ্যান অনুসারে মুসলিম জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ এবং সেখানে মুসলমানের সংখ্যা নিম্নরূপ—

১. ইন্দোনেশিয়া : মুসলমানের সংখ্যা ২৩১ মিলিয়ন।
২. পাকিস্তান : মুসলমানের সংখ্যা ২১২ মিলিয়ন।
৩. ভারত : মুসলমানের সংখ্যা ২০০ মিলিয়ন।
৪. বাংলাদেশ : মুসলমানের সংখ্যা ১৫৩ মিলিয়ন।
৫. নাইজেরিয়া : মুসলমানের সংখ্যা ৯৫ থেকে ১০৩ মিলিয়ন।

৬. মিসর : মুসলমানের সংখ্যা ৮৫ থেকে ৯০ মিলিয়ন।
৭. ইরান : মুসলমানের সংখ্যা ৮২.৫ মিলিয়ন।
৮. তুরস্ক : মুসলমানের সংখ্যা ৭৪.৪ মিলিয়ন।
৯. আলজেরিয়া : মুসলমানের সংখ্যা ৪১.২ মিলিয়ন।
১০. সুদান : মুসলমানের সংখ্যা ৩৯.৫ মিলিয়ন।

মুসলিম জনসংখ্যার হারে শীর্ষ ১০ দেশ

আয়তনে ছোট হয়েও মুসলিম জনসংখ্যার হারে এগিয়ে আছে বহু দেশ। ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যার হারে মুসলিমরা এগিয়ে এমন ১০টি দেশ হলো—

১. মালদ্বীপ : জনসংখ্যায় মুসলমানের হার ১০০ ভাগ।
২. মৌরতানিয়া : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.৯ শতাংশ।
৩. সোমালিয়া : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.৮ শতাংশ প্রায়।
৪. তিউনিশিয়া : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.৮ শতাংশ প্রায়।
৫. আফগানিস্তান : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.৭ শতাংশ।

৬. আলজেরিয়া : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.৭ শতাংশ।
৭. ইরান : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.৪ শতাংশ।
৮. ইয়েমেন : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯.২ শতাংশ।
৯. মরক্কো : জনসংখ্যায় মুসলমানের হার ৯৯ শতাংশ।
১০. জনসংখ্যায় মুসলমানের হার ৯৮.৩ শতাংশ।

উল্লেখ্য, পশ্চিম সাহারার জনসংখ্যার ৯৯.৪ শতাংশ মুসলিম। সে হিসেবে তার অবস্থান অষ্টম। কিন্তু পশ্চিম সাহারা জাতিসংঘের স্বীকৃত রাষ্ট্র না হওয়ায় তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

তথ্যসূত্র : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।