কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন Make Android App - বিশ্বকনিকা বাংলাদেশ

শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন Make Android App

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন -বিশ্বকনিকা

কোন প্রকার কোর্ডিং (প্রোগ্রামিং) ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন। 


Create Android Apps Without Coding-হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি সকলেই খুব ভালো আছেন।আজকের পোস্টে আমরা শিখব কিভাবে কোন প্রকার কোর্ডিং ছাড়াই সম্পূর্ন ফ্রিতে মোবাইল দিয়ে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন এবং সেই অ্যাপগুলোতে বিজ্ঞাপন বসিয়ে কিভাবে টাকা আয় করবেন।আজকের পোস্টে এসকল বিষয় আপনাদেরকে বিস্তারিত শেখানোর চেষ্টা করব তাই একটা অনুরোধ থাকবে পোস্টটা শেষ পর্যন্ত পড়বেন আশা করি সম্পূর্ন প্রসেস শিখতে পারবেন।

সুবিধা সমূহ:-

  • কম্পিউটার/পিসির প্রয়োজন নেই এন্ড্রয়েড মোবাইল দিয়ে কোন প্রকার জামেলা ছাড়া অ্যাপস তৈরি করতে পারবেন।  
  • কোন প্রকার কোডিং (প্রোগ্রামিং ভাষা) শিখা/জানার প্রয়োজন নেই প্রোগ্রামিং ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন।
  • কোন প্রকার খরচ (টাকা) লাগবে না।
  • ফ্রিতে তৈরিকৃত অ্যাপ্সের মাধ্যমে (অ্যাপস এ বিজ্ঞাপন বসিয়ে) টাকা আয় করতে পারবেন।
  • যে কোন সময় অ্যাপ্স মোডিফ্লাই (আপডেট,ফিচার যুক্ত) করতে পারবেন।
  • HTML/CSS (চাইলে বিভিন্ন কোর্ডিং যুক্ত করতে পারবেন) সহ আরও অতিরিক্ত ফিচার পাবেন।

মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপ এবং গেমস তৈরি করে আয় করুন। 


এই পোস্টটি থেকে আপনি যে ধরনের অ্যাপ তৈরি করতে পারবেনঃ

বিস্তারিত-আজকের শেখানো উপায়ে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন।প্রথমত যেকোনো ওয়েবসাইটকে এন্ড্রয়েড অ্যাপসে রুপ দিয়ে বিভিন্ন সংবাদ/বই অ্যাপ তৈরি করতে পারবেন।দ্বিতীয়ত মেসেন্জার অ্যাপ তৈরি করতে পারবেন এবং এই অ্যাপটি বন্ধুদের শেয়ার করে তাদের সাথে ফেজবুক/মেসেন্জারের মতো মেসেজ করতে পারবেন।তৃতীয়ত ফেজবুক/ইউটিউব/গুগল এসবের লিঙ্ক দিয়ে ফেজবুক/ইউটিউবের মতো অ্যাপ তৈরি করতে পারবেন।গুগলের মতো ইচ্ছামতো বিভিন্ন ব্রাউজারও বানাতে পারবেন।চতুর্থত বিভিন্ন ধরনের গেমস অ্যাপ তৈরি করতে পারবেন এবং সেই গেম সকলেই খেলতে পারবে তার সাথে বিভিন্ন টিকচিহ্ন অ্যাপ যেমন কিছু প্রশ্ন আসবে চারটি উওর থেকে সঠিক উওরে ক্লিক না করলে রং দেখাবে এরকম টাইপের অ্যাপ বানাতে পারবেন। এছাড়া বুদ্ধি কাজে লাগিয়ে ফ্রিতে আরো বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন।   

ফ্রিতে যে ধরনের অ্যাডস অ্যাপসে যুক্ত করতে পারবেনঃ

আপনার তৈরি অ্যাপগুলোতে আপনি বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্কের অ্যাডস বসাতে পারবেন।এগুলোর মধ্যে গুগল এডমোবের অ্যাডস,স্টার্টঅ্যাপ,অ্যাডকলোনি নেক্সটঅ্যাডস ইত্যদি নেটওয়ার্কের অ্যাডস ফ্রিতে অ্যাপে যুক্ত করতে পারবেন।

আরও পড়ুনঃ-


"অ্যাপ তৈরি শিখুন"


প্রথমত-আপনার মোবাইলে থাকা যেকোনো একটি ব্রাউজার OR google chrome ব্রাউজারটি ওপেন করুন।তারপর সার্চবক্সে "appcreator24.com" লিখে সার্চ করুন।সার্চ করার পর আপনর সামনে appcreator24 এর ওয়েবসাইটটি ওপেন হবে।নিচের "Screenshot গুলো লক্ষ করুন"

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন
How to make android app for free

ওয়েবসাইটটির হোম পেজে আপনি তাদের নির্দেশনাগুলো দেখতে পাবেন।এখানে তারা বলে দিয়েছে তাদের সাইট থেকে অ্যাপ বানানোর জন্য কোন প্রকার প্রোগ্রামিং জানার প্রয়োজন হব না।যেকোনো সময় অ্যাপ আপডেট ও ডাউনলোড করতে পারবেন।

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

ত বন্ধুরা নির্দেশনাগুলোর একটু নিচে গেলে দেখতে পাবেন একটি Sign in and Sign up অপশন রয়েছে। এখন সাইটটিতে রেজিস্ট্রেশন করার জন্য লাল কালার Sign up বাটনটিতে ক্লিক করুন।

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

 Sign up বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফ্রম ওপেন হবে এখন এই ফ্রমটিতে Name,Country ,email,password দিয়ে নিচের I accept এ √ দিয়ে Send বাটনে ক্লিক করুন।ক্লিক করার পর আপনার দেওয়া E-mail এ appcreator24 থেকে একটি Verification মেইল যাবে ওই মেইলে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্ললিক করলে আপনাকে আবার Sign in ফ্রমে নিয়ে আসবে সেখানে আপনার Email + password দিয়ে Sign in এ ক্লিক করলে আপনার সামনে Dashboard ওপেন হবে। 

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

এখন আপনি সাইটটিতে থেকে ফ্রিতে আপনার ইচ্ছামতো অ্যাপস তৈরি করতে পারবেন।অ্যাপ তৈরির জন্য প্রথমে Create app এই অপশনটিতে ক্লিক করুন।

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

Create app এ ক্লিক করার পর আপনার সামনে একটা ফ্রম ওপেন হবে।এখানে আপনি আপনার অ্যাপের Name অ্যাপের ছবি/logo এবং আপনার অ্যাপটি কি সম্পর্কিত তা লিখে Next>> এ ক্লিক করুন।

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

Next এ ক্লিক করলে আপনাকে একটি colour সিলেক্ট করতে বলবে অথাৎ আপনার অ্যাপটির ভেতরে কি রং থাকবে তা সিলেক্ট করুন।যেকোনো একটি রং সিলেক্ট করার পর নিচের Next>> বাটনে ক্লিক করুন।

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

Next>> এ ক্লিক করার পর আপনার সামনে মূল পেজ ওপেন হবে এখানে আপনি কি ধরনের অ্যাপ বানাতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করুন।

বিঃদ্রঃ এটা একটা কাঠামো মাএ অ্যাপটি কি রকম থাকবে সবকিছু আপনি পরে ইডিট করতে পারবেন।যদি গেমিং অ্যাপ বানাতে চান তাহলে প্রথমে ওয়েব অ্যাপ সিলেক্ট করে তারপর ইডিট করে অ্যাপটিতে গেম বসাতে পারবেন।

এখান থেকে আপনার পছন্দনীয় ক্যাটাগরি সিলেক্ট করলে আপনাকে একটি পেজে নিয়ে যাবে সেখানে Create app এ ক্লিক করলে নিচের ছবির মতো অ্যাপটির কাঠামো তৈরি হয়ে যাবে।

কোন প্রকার কোর্ডিং ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিতে এন্ড্রয়েড অ্যাপস তৈরি করুন

এখান থেকে আপনি আপনার অ্যাপটিতে বিভিন্ন ফিচার যুক্ত করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন।এটা আপনারা চেষ্টা করলেই পেরে পাবেন।তবুও একটু দেখিয়ে দিচ্ছি।। একান থেকে যদি আপনি অ্যাপটিতে নতুন কিছু যেমনঃওয়েবসাইট/গেম/ভিডিও/ছবি/টিকচিহ্ন প্রশ্ন এসকল কিছু যুক্ত করতে চান তাহলে পাশের Sections এ ক্লিক করুন।

How to make android app for free

Section এ ক্লিক করার পর Creat অপশনে ক্লিক করলে উপরের ছবির মতো অপশন ওপেন হবে এখান থেকে আপনি বিভিন্ন কিছু আপনার অ্যাপের ভেতরে যুক্ত করতে পারবেন।এখন থেকে যদি আপনি গেম যুক্ত করতে চান তাহলে গেমস এর উপর ক্লিক করুন।

How to make android app for free

গেমস এর উপর ক্লিক করে Select এ ক্লিক করলে আপনার সামনে শত শত ফ্রি গেম ওপেন হবে।থেকে আপনি যেকোনো গেম সিলেক্ট করলে অ্যাপে গেমস সেট হয়ে যাবে এবং সে গেমস অ্যাপ ব্যবহারকারী যে কেউ খেলতে পারবে।

অ্যাপের ভেতবে ফ্রিতে বিজ্ঞাপন যুক্ত করবেন যেভাবেঃ


আশা করি এখন আপনি অ্যাপ তৈরি করতে পারবেন এখন আমি দেখাবে অ্যাপ থেকে টাকা আয় করার জন্য অ্যাপটির ভেতরে ফ্রিতে কিভাবে বিজ্ঞাপন যুক্ত করতে পারবেন।অ্যাপটিতে বিজ্ঞাপন যুক্ত করার জন্য অ্যাপ ইডিট ডেসবোডের বামপাশের ADS অপশনে ক্লিক করুন। 

ফ্রিতে অ্যাপ তৈরি করুন

 বিঃদ্রঃ কিভাবে google admon/Startapp/adcolony এসকল একাউন্ট করবেন এবং কিভাবে App ads unit code পাবেন এসকল নিয়ে হাজারো ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন দেখে নিবেন আর যদি কোন সমস্যায় পড়েন নিচে৷ কমেন্ট বক্সে জানাবেন।আমি সকল সমস্যায় আপনাদের সাহায্য করব।আরও>

অ্যাডস অপশনে ক্লিক করার পর ছবির মতো ওপেন হবে এখানে আপনি যে নেটওয়ার্কের অ্যাডস অ্যাপসে বসাতে চান সেই অ্যাডস নেটওয়ার্কের অ্যাড কোর্ড বসিয়ে Save বাটনে ক্লিক করলে আপনার অ্যাপে ads আসা শুরু হবে এবং আপনার ইনকামও শুরু হবে।যদি আপনি startapp এর অ্যাড বসাতে চান তাহলে এই ফ্রমটিতে যে যে স্থানে Startapp লেখা আছে তার পাশে সকল জায়গায় অ্যাড কোর্ড  বসিয়ে এতে আপনার অ্যাপ যত বেশি জন ব্যবহার করবে আপনার ইনকাম তত বেশি হবে।

বিঃদ্রঃ মনে রাখবেন অ্যাপ বানানোর পর আপনার অ্যাপ যদি কেউ ব্যবহার না করে তাহলে কিন্তু আপনার কোন ইনকাম হবে না।অ্যাপ ব্যবহার করলে বিজ্ঞাপন আসবে এবং সেই বিজ্ঞাপন থেকে আপনার ইনকাম হবে।   

আপনার তৈরিকৃত অ্যাপটি ডাউনলোড করুনঃ

অ্যাপটি ডাউনলোড করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তাছাড়া লিঙ্ক শেয়ার করেও ডাউনলোড করাতে পারবেন।অ্যাপটি ডাউনলোড করার জন্য ইডিট ডেসবোর্ডের বামপাশের Download অপশনে ক্লিক করুন।



Download অপশনে করলে আপনার সামনে ডাউনলোড করার অপশন চলে আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার বানানো অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।    

আজকের পোস্টটির মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাপ তৈরি থেকে ইনকাম পর্যন্ত সকল প্রসেস শিখানোর চেষ্টা করেছি।জানিনা আমি আপনাদেরকে শিখাতে পেরেছি কি না।যদি পোস্টটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এতে আপনার মতো আরো অনেকে অ্যাপ বানানো শিখতে পারবে।আর পোস্টটি থেকে যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে বলে মনেহয় তবে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করব।এই পর্যন্ত আমাদের সাথে খাকার জন্য অসংখ্য  ধন্যবাদ। 

২টি মন্তব্য

  1. ধন্যবাদ ভাই পোস্টটি থেকে অনেক কিছু শিখতে পারলাম।আপনার জন্য সুভকামনা রইল।

    উত্তরমুছুন

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।