রংপুর বিভাগে করোনা শনাক্ত ৩৯ শতাংশ - বিশ্বকনিকা বাংলাদেশ

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

রংপুর বিভাগে করোনা শনাক্ত ৩৯ শতাংশ

 


রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৮৩ জনের। এ সময়ের মধ্যে শনাক্ত ৩৯ শতাংশ। গত এক দিনে বিভাগে করোনায় কোনো মৃত্যু নেই। আজ শুক্রবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিভাগের আট জেলায় ১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৪১২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। শনাক্ত ছিল ৩৯ শতাংশ। এদিনও কোনো মৃত্যু ছিল না। গত বুধবার ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ৪৫৬ জন রোগী। শনাক্ত ছিল ৪৬ শতাংশ। এদিনও মৃত্যু ছিল না।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে সর্বোচ্চ ১১৯ জন, পঞ্চগড়ের ৩৪, নীলফামারীর ৫০, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ১৯, ঠাকুরগাঁওয়ের ৪৬, দিনাজপুরের ৬১ ও গাইবান্ধার ৩১ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০ জন।

বিভাগের আট জেলায় শনাক্ত রংপুরে ৩৪ দশমিক ৪২ শতাংশ, পঞ্চগড়ে ৪৯ দশমিক ২৮, নীলফামারীতে ৩৪ দশমিক ৪৮, লালমনিরহাটে ৩৩ দশমিক ৮২, কুড়িগ্রামে ৩২ দশমিক ২০, ঠাকুরগাঁওয়ে ৪৯ দশমিক ৪৬, দিনাজপুরে ৩৭ দশমিক ৬৫ ও গাইবান্ধায় ৪২ দশমিক ৪৭ শতাংশ।


স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৭ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৪ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৬৮।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, জনগণের সচেতনতায় করোনা প্রতিরোধ কমিটি কাজ করে যাচ্ছে। বিনা মূল্যে মাস্ক বিতরণ অব্যাহত আছে। যাঁরা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন, তাঁদের সতর্ক করে মাস্ক দেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।