নয়টি শরিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক বিএনপির
রাজপথে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে ২০-দলীয় জোটের কয়েকটি শরিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত এই বৈঠকে বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি কোনো উদ্যোগ নিলে তাতে ২০ দলের সমর্থন থাকবে কি না, সে সম্পর্কে শরিকদের মনোভাব জানার চেষ্টা করা হয়।
আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বিকেল চারটা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। এতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শাহাদাত হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের শওকত আমিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) আবু তাহের, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, মুসলিম লীগের জুলফিকার বুলবুল উপস্থিত ছিলেন।
এ বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার জন্য নির্দেশনা থাকায় কেউ নাম উদ্ধৃত হয়ে বক্তব্য দিতে রাজি হননি। তবে বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমি যা বুঝেছি তা হচ্ছে, বিএনপি একটি বৃহত্তর ঐক্যের জন্য কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে জামায়াতকে প্রতিবন্ধক মনে করছে কেউ কেউ। বিএনপি এ প্রতিবন্ধকতা টপকানোর কৌশল খুঁজছে। ঐক্যের স্বার্থে তারা কোনো পদক্ষেপ নিলে ২০-দলের শরিকেরা যেন একমত থাকে।’
বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। বৃহত্তর ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে মহাসচিবসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়। তারই অংশ হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় ২০ দলের ৯টি শরিক দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন।
আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।