অ্যাপ থেকে আয় আসে যেভাবে। Earn by android apps - বিশ্বকনিকা বাংলাদেশ

বুধবার, ২৪ মার্চ, ২০২১

অ্যাপ থেকে আয় আসে যেভাবে। Earn by android apps

অ্যাপ থেকে আয় আসে যেভাবে

অ্যাপ থেকে আয় আসে যেভাবে বিস্তারিত-


বর্তমানে অনলাইন ইনকামের সবচেয়ে ভালো উপায় হলো অ্যাপ তৈরি করে আয়।কেননা একটি তৈরি করে সেই অ্যাপ থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাপ থেকে কিভাবে আয় আসে এবং কিভাবে আপনি এন্ড্রয়েড অ্যাপ তৈরি করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। 

অ্যাপ থেকে যেভাবে টাকা আসেঃ

আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করি।বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় দেখা যায় অ্যাপে অটমেটিক বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে আর এ বিজ্ঞাপনগুলো আসার জন্যই অ্যাপের প্রতিষ্ঠাতা অ্যাপটি হতে টাকা পায়।

অ্যাপের ভেতরে বিজ্ঞাপন আসে কিভাবে?

একটা অ্যাপ তৈরি করে রেখে দিলেই তাতে বিজ্ঞাপন আসা শুরু করবে না বিজ্ঞাপন আসলেই বা টাকা কোথাই জমা হবে?আপনি যে সাইট থেকেই অ্যাপ তৈরি করেন না কেন সকল App makeing সাইটেই বিভিন্ন ধরনের ads network যেমনঃ এডমোব,স্টাটঅ্যাপ, ইউনিটিঅ্যাডস, ইত্যাদি যুক্ত করা থাকে।আর অ্যাপ তৈরির সময় আপনি অ্যাপটিতে বিজ্ঞাপন যুক্ত করার জন্য বিভিন্ন অ্যাডস নেটওয়ার্কের কোর্ড যুক্ত করতে পারবেন এবং যখন অ্যাপটি তৈরি সম্পন্ন হবে,মানুষ যখন আপনার সেই অ্যাপটি ব্যবহার করবে তখন আপনার অ্যাডগুলো ব্যবহারকারীদের কাছে Show হবে এবং আপনার ইনকাম ঐ অ্যাড একাউন্টে যুক্ত হতে থাকবে।

অ্যাপ থেকে আয় আসে যেভাবে
অ্যাপ থেকে আয় আসে যেভাবে

অ্যাপে বিজ্ঞাপন যুক্ত করলে বিজ্ঞাপন হতে কিভাবে এবং কেন টাকা আসে?

বিজ্ঞাপনের উৎপত্তিঃ মনে করেন গুগল এডমুভ বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানকে Daraz কোম্পানি ১০ হাজার টাকা দিল এবং Daraz কোম্পানির একটি প্রোডাক্ট (যেমনঃমোবাইল) এর ছবি/ভিডিও দিল এবং (কেউ ক্রয় করতে চাইলে তাদের ওয়েবসাইটের লিংক) গুগল এডমোব প্রতিষ্ঠান কে দিয়ে বলল এই ভিডিও/ছবিটা ১০০ হাজার লোকের কাছে পৌঁছে দিতে হবে।তখন এডমুব (যে অ্যাপগুলোতে এডমুবের বিজ্ঞাপন যুক্ত রয়েছে) সে অ্যাপ গুলোতে ঐ Daraz কোম্পানির ছবি/ভিডিওটাকে বিজ্ঞাপন আকারে set up করে দেয়।যখন কেউ (এডমুব বিজ্ঞাপন যুক্ত করা) app টি ব্যবহার করবে তখন সেই Daraz কোম্পানির ছবি/ভিডিও অ্যাপ ব্যবহারকারীদের কাছে Show হবে।

এখন ভাবতে পারেন আমার অ্যাপে বিজ্ঞাপন দেওয়ার ফলে গুগল এডমুব Daraz কোম্পানির কাছ থেকে টাকা পাচ্ছে তাহলে আমি কিভাবে টাকা পাব?উওরঃআপনার অ্যাপে এডমুবের বিজ্ঞাপন show হবে আর এ অনুমতি আপনি এডমুব প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছেন এখন যখন আপনার অ্যাপ ব্যবহারকারীদের কাছে Daraz কোম্পানির বিজ্ঞাপন শো হবে তখন এডমুব আপনাকে Daraz থেকে নেওয়া ১০ হাজার টাকা থেকে (বিজ্ঞাপনযতবার শো/ক্লিক অনুযায়) কিছু কমিশন আপনাকে দিয়ে দিবে।আর এভাবেই অ্যাপ থেকে আপনি ইনকাম করতে পারবেন।

অ্যাপ থেকে মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব?

আপনি অ্যাপ বানালেন বিজ্ঞাপন যুক্ক করলেন এখন যদি আপনার অ্যাপ কেউ ব্যবহার না করে তাহলে আপনার কোন ইনকাম হবে না।আপনার অ্যাপ ব্যবহারকারী যত বেশি হবে আপনার অ্যাপ থেকে ইনকামও তত বেশি হবে।আর অ্যাপ ব্যবহারকারীদের কাছে যত বেশিবার বিজ্ঞাপন show হবে আপনার ইনকাম তত বেশি হবে।আর বিজ্ঞাপনে মানুষ যতবেশি ক্লিক করবে ইনকাম আরো বাড়তে থাকবে।তাই বলব অ্যাপের ইউজার যত বেশি হবে অ্যাপ থেকে ইনকামও তত বেশি হবে।একটা অ্যাপ থেকে মাসে লক্ষ টাকা ইনকামও সম্ভব।   

ত বন্ধুরা আজকের পোস্টটি এই পর্যন্তই।পোস্টটি থেকে কোন বিষয় বুঝতে অসুবিধা হলে নিশ্চই কমেন্টে জানাবেন আমি উওর দেওয়ার চেষ্টা করব।এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।  

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।