ইউটিউব থেকে আয় করার সহজ ৫ টি উপায়। Earn Money With YouTube - বিশ্বকনিকা বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ইউটিউব থেকে আয় করার সহজ ৫ টি উপায়। Earn Money With YouTube

How To Earn Money On Youtube

ইউটিউব থেকে আয়ঃ-আমাদের আজকের পোস্টের আলোচনার বিষয় হলো ইউটিউব থেকে আয় করার উপায়।আশা করি সম্পূর্ন পোস্টটা মনোযোগ সহকারে পড়বেন।হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই খুব ভালো আছেন।(How to Make Money on YouTube)

কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়?জেনে নিন ইউটিউব থেকে আয় করার সহজ পাঁচটি উপায় ২০২১ -bissokonica

বিস্তারিত আলোচনা-বর্তমান বিশ্বে মানুষ তাদের বিনোদনের একটা অংশ হিসাবে Youtube কে বেছে নিয়েছি।আমাদের কোন পছন্দের গান,নাটক,সংবাদ,বিভিন্ন প্রোডাক্ট রিভিউ এছাড়া আরো বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমরা সাধারনত ইউটিউব ব্যবহার করে থাকি।এদের মধ্যে ইউটিউব ব্যবহারকারীদেরকে দুই ভাগে বিভক্ত করা যায়।প্রথমতঃ ইউটিউবার [যারা ইউটিউবে ভিডিও আপলোড করে] দ্বিতীয়তঃ ভিউয়ার্স [যারা ভিডিও দেখেন]-(How to Make Money on YouTube)


ইউটিউব থেকে কখন টাকা  শুরু হয়

ইউটিউব থেকে আয়ঃআমরা কোন ভিডিও ইউটিউবে আপলোড করা মাএই কখনো আর্নিং শুরু হবে না।ইনকাম শুরু করার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সুন্দর ভাবে/ভালো কোন  ভিডিও আপলোড করা এবং সকলের সামনে তুলে ধরা।-(How to earn money from YouTube)

যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউয়ার্স বাড়তে থাকবে এবং সাবসক্রাইবার ও বাড়তে থাকবে।তবে আপনার ভিডিও যদি ভালো/সুন্দর/শিক্ষনীয় না হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভবনা কম থাকবে এবং সাবসক্রাইবার পেতে কষ্ট হবে।তবে কখনোই অন্য কারো ভিডিও কপি করে আপনার চ্যানেরে চাড়তে পারবেন না এতে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না।সতর্ক থাকতে হবে।-(কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়?)


ইউটিউবে ভিডিও আপলোডের পর যখন আপনার চেনেলে ১০০০ জন সাবসক্রাইবার হবে এবং চেনেলের সকল ভিডিওর রেজাল্ট যখন শেষ এক বছরে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হয় তাহলে আপনার চেনেলটা ইনকামের জন্য প্রস্তুত মাএ।

এখন আপনি চাইলে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারেন।যদি আপনার চ্যানেল ইনকামের জন্য প্রস্তুত থেকে থাকে তবে ইউটিউব আপনাকে আপনার ভিডিওতে বিজ্ঞাপন বসানোর জন্য অনুমতি প্রধান করবেন এবং ভিডিও থেকে ইনকাম শুরু হবে।-(জেনে নিন ইউটিউব থেকে টাকা কিভাবে আয় করা যায় ?)


ইউটিউব ভিডিও থেকে যেভাবে ইনকাম আসে

ইউটিউব থেকে আয়ঃআমরা সকলেই কম বেশি TV দেখি।টেলিভিশনে ছবি অথিা নাটক দেখার সময় কিছুক্ষনের জন্য বিরতি দেওয়া হয় যে সময়টাতে বিভিন্ন বিজ্ঞাপন/এডবেটাইজমেন্ট দেখানো হয়।এর প্রধান কারন যে কোম্পানির(A) বিজ্ঞাপন দেখানো হয় সে কোম্পানি TV চ্যানেলের মালিককে(B) টাকা প্রধান করে এবং বলেন তাদের TV চেনেলে তার(A) কোম্পানির বিজ্ঞাপন দেখাতে।আর তার টাকার বিনিময়ে TV চ্যানেলের মালিক(B) তার চেনেলে সে কোম্পানির(A) বিজ্ঞাপন দেখায়।

ঠিক একই পদ্ধতিতে Youtube কোম্পানিও অন্য কোন কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ইউটিউবের এ কিছু নির্দিষ্ট ভিডিওতে বিজ্ঞাপন হিসাবে দেখায়।


সঠিক নিয়মে ইউটিউব চেনেল খোলার নিয়ম দেখে নিন।


তবে ইউটিউব যার ভিডিওতে এই বিজ্ঞাপন দেখায় সে ভিডিওর আপলোড-দাতাতে (যে ব্যাক্তি ভিডিওটি ইউটিউবে ভিডিওটি আপলোড করেন সেই আপলোডদাতা) তার ভিডিওতে বিজ্ঞাপন দেওয়ার বিনিময়ে/কারনে ইউটিউব কোম্পানি (বিজ্ঞাপনদাতা) কোম্পানির কাছ থেকে যে টাকা নেয় সে টাকার কিছু কমিশন(টাকা)  সেই ভিডিওর আপলোড-দাতাকে দেন। আর এইভাবেই ইউটিউবে ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে টাকা পাওয়া যায়।-(জানুন YouTube চ্যানেল বানিয়ে অনলাইন ইনকাম করার উপায় স্টেপ বাই স্টেপ)

যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন

ইউটিউব থেকে আয়ঃইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে আর ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ইউটিউব Youtube চেনেল থাকতে হবে।ইউটিউব চ্যানেল তৈরির জন্য আপনাকে সর্বপ্রথম google account অথবা Email ইমেইল একাউন্ট খোলতে হবে।তারপর ইউটিউবে সেই জিমেইল add করে আপনার পছন্দমতো চেনেলের নাম/লগো দিয়ে একটা ইউটিউব চেনেল খোলতে হবে।


ইউটিউব চ্যানেল ভেরিফাই করে সাবসক্রাইবার বাড়ানোর উপায়। 
ইউটিউব ভিডিওতে প্রতিদিন ৫০০-১০০০ ভিউ বাড়ানোর সহজ উপায়।     


আমাদের ইউটিউব চেনেল খোলার পূর্বে আমাদের চ্যানেলের নাম/ছবি অথবা ইউটিউব চ্যানেলটিতে কি ধরনের ভিডিও আপলোড করবেন এসকল বিষয়গুলো মাথায় রাখতে হবে।আর আপনি কোন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে বেশি টাকা ইনকাম করতে পারবেন আজকের পোস্টে আমি তা নিয়েই আলোচনা করব।

পাঁচ প্রকারের ভিডিও ইউটিউবে আপলোড করে আয়

ভ্রমন করহিনীঃ মানুষ কোথাও ঘোরতে যাওয়ার পূর্বে সর্বপ্রথম ইউটিউবে সে জায়গার সুুুন্দর্য অগ্রীম দেখতে চায় তাই আপনি ভ্রমন কাহিনী নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।

ইউটিউব থেকে আয় করার নিয়ম

আপনি যদি বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাহলে আপনি এই ধরনের চ্যানেল  খোলতে পারেন।মনে করেন আপনি প্রায়ই প্রতিদিন/প্রতিসপ্তাহে/প্রতিমাসে বিভিন্ন স্থানে ঘোরতে যান এখন আপনি আপনার ভ্রমন কাহিনী,অনুুুভূতি, এসকল ভিডিও করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। এধরনের ভিডিওতে বেশি ভিউ এবং সাবসক্রাইবার পাওয়া যায়।তাই আশা করি এই ধরনের চেনেল যদি আপনার পছন্দ হয় তবে ভ্রমন কাহিনী নিয়ে কাজ করতে পারেন।

নিউজ চ্যানেলঃ আপনার যদি গলার স্বর বালো থকে অথাৎ সংবাদ বলতে ভালোবাসেন তবে প্রতিদিনের বিভিন্ন খবরাখবর নিয়ে ভিডিও তৈরি করতে পারেন।আমরা বিভিন্ন সংবাদ জানতে টেলিভিশনের পাশাপাশি youtube. ব্যবহার করি। আর এ নিউজ চ্যানেলের জনপ্রিয়তা অনেক।

ইউটিউব থেকে আয় করার নিয়ম

শপিং রিভিউঃ
 আমরা কোন জিনিস/কাপড়/খাবার কিনার আগে তার দাম জানার জন্য আমরা ইউটিউবে সেই কাপড়ের দাম দেখতে চাই তাই এ ধরনের ভিডিও ইউটিউবে বেশি ভাইরাল হয়।
  
যদি আপনার কোন কাপড়ের দোকান অথবা আপনি শপিং করতে পছন্দ করেন তাহলে প্রোডাক্ট রিভিউ নিয়ে ভিডিও বানাতে পারেন।আপনি আপনার পছন্দের বিভিন্ন কাপড়/অন্য প্রোডাক্ট এর কোয়ালিটি/দাম এসকল দিয়ে কাজ করতে পারেন।তাছাড়া আপনার যদি কোন দোকান থেকে থাকে তবে কাপড়ের রিভিউ দিয়ে দোকানের নাম ঠিকানা দিয়ে দিতে পারেন।এতে করে কাপড় বেশি বিএি হবে পাশাপাশি ইউটিউব থেকেও বালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন।   

ইউটিউব থেকে আয় করার নিয়ম

ওয়েবসাইট/অ্যাপ রিভিউঃ
আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চাই তার জন্য কাজ করার নিয়ম শিখতে ইউটিউবে ভিডিও দেখি।এটা শুধু আমি আর আপনি নন যাদের ইচ্ছা সকলেই ইউটিউবে ভিডিও দেখেন।তাই এই সম্পপর্কে ভিডিও তৈরি করলে অবশ্যই সফল হবেন।

অনলাইনে টাকা ইনকামের জন্য কোন অ্যাপটা ভালো তার কাজ/প্রেমেন্ট প্রুফ এসব নিয়ে অথবা ভিডিও ডাউনলোডের জন্য কোন অ্যাপটি ভালো এসকল বিষয় জানিয়ে আপনি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন।এই ধরনের ভিডিও সহজেই ranking এ আসার সম্ভবনা থাকে।তাই এই টপিকটি নিয়ে কাজ করতে পারেন।

জেনে নিন ইউটিউব থেকে আয় করার সহজ পাঁচটি উপায় ২০২১

রান্না রেসিপি ভিডিওঃ আমাদের বাসার মা বোনদের প্রায়ই দেখা যায় কোন কিছু রান্নার নিয়ম না জানলে ইউটিউবে ভিডিও দেখে সে রান্না শিখে নেয়।তাই এসকল ভিডিও দেখার চাহিদাও বেশি।

আপনি যদি রান্না করতে ভালোবাসেন তাহলে আপনার এ যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন প্রকারের খাবার রান্না করে ভিডিওর মাধ্যমে ইউটিউবে সকলের সামনে তুলে ধরতে পারেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। 

জেনে নিন ইউটিউব থেকে আয় করার সহজ পাঁচটি উপায় ২০২১

গেমিংঃ আপনি যদি অনলাইনে গেইম খেলতে পছন্দ করেন তবে আপনি আপনার গেম খেলার যোগ্যতাকে কাজে লাগিয়ে। গেম খেলার নিয়ম/রিভিউ নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন।

প্রতি বছরই নতুন নতুন গেইমস ভাইরাল হয়।যে গেমসগুলো যদি আপনি সবার আগে ভিডিওর মাঝে তুলে ধরতে পারেন তাহলে আপনার ভিডিওটি সবার আগে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে।    

ত বন্ধুরা আশা করি ইউটিউব চ্যানেলগুলো কি ধরনের হতে পারে এ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন।আর যদি তোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট কে জানাবেন।আমি আপনার প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করব।ধন্যবাদ।  

২টি মন্তব্য

  1. Tnq vai.পোস্টটা থেকে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।💓

    উত্তরমুছুন
  2. Thanks vai.পোস্টটা খুবই ভালো লাগল।আমি আশা করছি আর্নিং অ্যাপ/সাইট রিভিউ নিয়ে কাজ শুরু করব।দোয়া করবেন যেন সফল হতে পারি।আপনার জন্যও সুভ কামনা রইল।

    উত্তরমুছুন

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।