লেখালেখি করে আয় করার ওয়েবসাইট। Earn by writeing blogs - বিশ্বকনিকা বাংলাদেশ

সোমবার, ২২ মার্চ, ২০২১

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট। Earn by writeing blogs

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

বাংলা লেখালেখি করে আয় করুনঃ-

ব্লগিংঃ আজ Blogging বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ব্যবসা হিসেবে প্রমানিত হয়েছে।কারন ব্লগিং করে অনলাইন থেকে আয় করা একটি সহজে ইনকামের পদ্ধতি।ব্লগিং এ কোন ধরাবাঁধা নিয়ম নেই।এখানে আপনি নিজের মালিক নিজেই।


আপনি কোন বিষয়ের উপর ব্লগ লিখবেনঃ

লেখালেখি করে ইনকাম করার সহজ পদ্ধতি হল ব্লগিং।আপনি বিভিন্ন বিষয়ের উপর ব্লগ লিখতে পারেন।যেমন হতে পারে আপনি গল্প লিখতে পছন্দ করেন তাহলে আপনি বিভিন্ন গল্প লিখতে পারবেন।আবার যদি আপনি কবিতা লিখতে পছন্দ করেন তাহলে আপনি "কবিতা" নিয়ে ব্লগ লিখতে পারেন।অথাৎ আপনি যে বিষয়ে অবিজ্ঞ সে বিষয়েই ব্লগ লিখতে পারবেন।আবার আপনি যদি অনলাইনে ইনকাম করার নিয়ম/টিপ্স সম্পর্কিত ব্লগিং কাজ করতে চান তাহলে আপনি আমাদের এই Bissokonica ব্লগ সাইটটি দেখতে পারেন,এই ওয়েবসাইটটিও অনলাইন টিপ্স নিয়ে তৈরি করা হয়েছে।আপনি যদি সংবাদ বিশ্লেষন নিয়ে ব্লগিং করতে চান তাহলে (সংবাদ/স্বাস্থ্য/শিক্ষা/চিকিৎসা) এসব বিষয়েও ব্লগিং করতে পারেন।  

বর্তমানে Bangladesh/India সহ আরো অনেক দেশেই ব্লগিং খুবই জনপ্রিয়তা লাভ করেছে।হাজার-কোটি মানুষ ব্লগিং করে তাদের ক্যারিয়ার গড়েছে।ব্লগিং এ সফল হয়ে তাদের কোন চাকরি/ব্যবসার প্রয়োজন হয় না ব্লগিং এর আয় রোজগার দিয়ে অনেক ব্লগার সুখে শান্তিতে দিন কাটাচ্ছে।


কোন ভাষায় ব্লগ লিখতে হয়?

একসময় ব্লগিং করে আয় করার জন্য সকল কন্টেন্ট ইংরেজিতে লিখতে হতো অন্যথায় বাংলায় ব্লগ লিখলে সেখান থেকে ইনকাম করা যেত না।কিন্তু এখন বর্তমানে এরকম কোন ধরাবাঁধা নিয়ম খুব কমই আছে।বর্তমানে আপনি আপনার নিজের ভাষায়ও ব্লগ লিখতে পারবেন সেটা হতে পারে ইংরেজি/বাংলা। বর্তমানে বাংলাদেশের বহু মানুষ বাংলায় ব্লগিং করছে।এবং ব্লগিং করে জীবনে সফল হচ্ছে।আপনি যদি একটু লক্ষ করেন তাহলে google এ বহু বাংলা ব্লগ সাইট দেখতে পাবেন।তাই বলব আপনি যে ভাষায় দক্ষ/অভিজ্ঞ (ইংরেজি/বাংলা) সে ভাষায় ব্লগিং করবেন।কোন প্রকার সমস্যা নেই।

ব্লগিং থেকে কিভাবে ইনকাম হয়?

আপনি যদি আজ থেকেই ব্লগিং লেখা শুরু করেন তাহলে ইনকাম আজ থেকে শুরু হবে না।আপনাকে ব্লগিং এ প্রচুর সময়/প্ররিশ্রম দিতে হবে।একসময় যখন আপনি আপনার সাইটটাকে ভালোভাবে সাজাতে পারবেন (এই সাজানো মানে লাল/সবুজ বালার করা নয় এই সাজানো হলো আপনার সাইটে ভালোভালো পোস্ট থাকতে হবে) এবং Google adsense এর মনিটাইজেশন শর্ত পূরন করতে পারবেন তখন আপনি Google adsense এ আবেদন করতে পারবেন যদি আপনার সাইটটি Google adsence approval করে তবে আপনার সাইটে Adsense থেকে বিজ্ঞাপন দেওয়া হবে।আর এই বিজ্ঞাপন আপনার সাইটে দেওয়ার কারনে adsense আপনাকে আপনার সাইটের ভিজিটর অনুযায়ী টাকা প্রধান করবে।আর এভাবেই ব্লগ থেকে ইনকাম হয়।           

ব্লগিং থেকে কত ইনকাম হয়?

ব্লগিং এর ইনকাম আপনার ভিজিটর/দেশ এর উপর বেশি নির্ভরশীল।এমনো বাংলা ব্লগ সাইট আছে যে সাইটগুলো থেকে মাসে ১০০-২০০ ডলার পর্যন্ত ইনকাম হয় আবার এমনো ব্লগ সাইট আছে যেগুলো থেকে প্রতিদিন ১০০ ডলারের বেশি ইনকাম হয়।আপনার ব্লগ সাইটে যত বেশি ভিজিটর আসবে তার CPM/CPC যত বেশি থাকবে আপনার ইনকাম তত বেশি হবে।এটা একান্তই আপনার প্ররিশ্রমের উপর নির্ভর করবে।আপনি যত সুন্দরভাবে ব্লগ লিখে মানুষের কাছে তুলে ধরতে পারবেন মানুষ তত বেশি আপনার সাইটটিকে follow করবে এতে ভিজিটর বাড়বে ইনকামও বেশি হবে।আশা করি বোঝতে পেরেছেন।

ব্লগিং শুরু করতে কত টাকার প্রয়োজন হয়?

এমনো মানুষ আছেন যারা ব্লগিং এ হাজার হাজার টাকা খরচ করেছে আবার এমনো মানুষ আছেন যারা কোন প্রকার টাকা খরচ না করেও সফল হচ্ছেন।যেমন আপনি যদি একটি top লেভেলের ডোমেইন (.....com,...xyz...info) নিয়ে ব্লগিং করতে চান এতে আপনার টাকা খরচ করতে হবে আর যদি ফ্রি ডোমেইন (.....blogspot.com) নিয়ে ব্লগিং করতে চান তবে কোন টাকা লাগবে না।এটা একান্তই আপনার ইচ্ছার উপর নির্ভর করবে।তবে আমি বলব আপনি নতুন অবস্থায় কোন টাকা খরচ করবেন না।প্রথমত ফ্রি ডোমেইন নিয়ে কাজ করবেন যখন ব্লগিং এ পারদর্শী হবেন তখন টপ ডোমেইন নিতেও পারেন/আবার নাও নিতে পারেন।তবে top লেভেল ডোমেইন/ফ্রি ডোমেইল উভয় পদ্ধতিতেই টাকা ইনকাম হবে।

আবার যদি আপনি ব্লগার ওয়েবসাইটকে স্টাইলিস্ট করতে চান তাহলে অনেক ফ্রি ব্লগার থিম আছে যেগুলো ব্যবহার করলে আপনার এডসেন্স পেতে কোন সমস্যা হবে না।তবুও যদি আপনি প্রিমিয়াম থিম কিনে ব্লগারে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এতে আপনাকে কিছু টাকা খরচ হবে।তাই আমি বলব প্রিমিয়াম/ফ্রি উভয় থিমেই এডসেন্স পাওয়া যায় তাই নতুন অবস্থায় ফ্রি থিম ব্যবহার করাই উওম। 

কোন সাইট থেকে ব্লগিং শুরু করব?

ব্লগিং করার জন্য সবচেয়ে বিখ্যাত/বড় সাইট দুটি হলো Blogger এবং Wordprass এই দুইটি সাইট থেকে আপনি খুব সহজে ব্লগিং শুরু করতে পারবেন।তবে প্রথম অবস্থায় Blogger থেকে ব্লগিং করাই ভালো কারন Blogger থেকে ব্লগিং করতে কোন প্রকার কোর্ডিং শিখতে হবে না কিন্তু যদি আপনি wordprass থেকে ব্লগিং করতে চান তবে আপনাকে কোর্ডিং জানতে হবে অন্যথায় আপনি সফল হতে পারবেন না।তাই আমি বলব নতুন অবস্থায় আপনি Blogger থেকে কাজ শুরু করেন।কিভাবে ব্লগারে ব্লগিং শুরু করবেন এ সম্পর্কে হাজারো বাংলা/ইংরেজি ভিডিও টিউটোরিয়াল আপনি youtube এ পেয়ে যাবেন সেখান থেকে ভিডিও লাইভ দেখে সম্পূর্ন প্রসেস শিখে নিতে পারবেন।click here...

আমাদের আজকের পোস্টটা এই পর্যন্তই।পোস্টটি থেকে কোন কিছু বোঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন,আমি আপনার প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করব।সকলকে ধন্যবাদ।

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।