ইউটিউব চ্যানেল ভেরিফাই। How to VERIFY Your YouTube Account 2020 - YouTube - বিশ্বকনিকা বাংলাদেশ

শনিবার, ১৩ মার্চ, ২০২১

ইউটিউব চ্যানেল ভেরিফাই। How to VERIFY Your YouTube Account 2020 - YouTube

ইউটিউব চ্যানেল ভেরিফাই How to VERIFY Your YouTube Account 2020 - YouTube

How to VERIFY Your YouTube Account 2020 - YouTube

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের পোস্টে আমরা শিখব ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম।কিভাবে মোবাইল/কম্পিউটার দিয়ে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল খোলা যায় তা আমরা গত পোস্টে শেয়ার করেছি নিচের লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন।

আরও পড়ুনঃ 

ভেরিফাই বলতে সাধারন ভাষায় কোন কিছুকে "প্রমান করা" বোঝায়।মনে করেন আপনি (ক) এলাকার একজন সদস্য কিন্তু এটা (খ) এলাকার লোক মানছেন না।  ত আপনি (ক) এলাকার সদস্য এটা প্রমান করার জন্য আপনি তাদেরকে আপনার পিতা/মাতার নাম অথবা আপনার জন্মনিবন্ধন/আপনার ভোটার আইডি কার্ড দেখালেন এতে তারা নিশ্চিত হলো যে আপনি (ক) এলাকারই সদস্য। 


ইউটিউব ভেরিফাই করলে কি হবে?

আপনি যদি (ক) এলাকার একজন স্থায়ী সদস্য হন অথাৎ আপনার একটা নিবন্ধন/ভোটার/আপনার পূর্বপুরুষরা এই এলাকার বাসিন্দা হয়ে থাকে তাহলে নিশ্চই (ক) এলাকায় আপনি একজন পরিচিত সদস্য।এখন যদি (ক) এলাকার অন্য কোন সদস্য যদি আপনাকে কোন কারনে (ক) এলাকা থেকে বেড় হয়ে যেতে বলে তাহলে সে আপনাকে সহজে এই (ক) এলাকা থেকে তাড়াতে পারবে না কারন আপনি (ক) এলাকার স্থায়ী বাসিন্ধা।তার মতো আপনারও এলাকাতে থাকার অধিকার আছে।

তেমনি ভাবে ইউটিউবে যদি আপনার একাউন্ট ভেরিফাই করা থাকে তাহলে আপনি ইউটিউবের একজন সদস্য এখন যদি ইউটিউব ও চায় যে আপনার একাউন্ট বন্ধ করে দিবে তাহলে ইউটিউবও একাউন্টটা বন্ধ করার আগে অনেক ভাবনা চিন্তায় পড়ে যাবে/আপনার একাউন্ট (গুরুতর সমস্যা না হলে) বন্ধ না করার সিদ্ধান্ত নিবে।তাই ইউটিউব চ্যানেল ভেরিফাই করার গুরুত্ব অপরিসীম।    

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়মঃ

প্রথমত আপনার একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে।এবং চ্যানেলটিতে ৫ সেকেন্ডের হলেও একটি ভিডিও আপলোড করা করে নিবেন।।তারপর google Chrome ব্রাউজারে গিয়ে youtube.com লিখে সার্চ করুন।সার্চ করার পর নিচের ছবির মতো screen শো হবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

তারপর এখান থেকে আপনি আপনার কোন চ্যানেলটা ভেরিফাই করতে চান সেই চ্যানেলটা select করুন।তার উপরের ছবিতে লাল মার্ক করা আপনার চ্যানেলের লগু এর স্থানে ক্লিক করুন।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

আপনার চেনেল icon এর উপর ক্লিক করার পর আপনাদের সামনে Your channel,Help,Desktop এইরকম কতগুলো option শো হবে এখান থেকে আপনাকে Desktop এ ক্লিক করে ডেক্সটপ মোড করে নিতে হবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

তারপর উপরের ডানপাশে আপনার চ্যানেল লগুর উপর ক্লিক করুন।চ্যানেল লগুর উপর ক্লিক করলে আপনার সামনে Your channel/help এরকম অনেকগুলো অপশন শো হবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

অপশনগুলো থেকে Your channel এই অপশনের উপর ক্লিক করুন।অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি screen ওপেন হবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

তারপর নতুন screen এ দুুইটি অপশন ওপেন হবে "Customize channel" এবং "Manage video" এখান থেকে Customize channel এর উপর ক্লিক করুন।ক্লিক করার পর আরেকটি নতুন স্কিন ওপেন হবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

এখান থেকে Get the app এর নিচে Continue to studio অপশনটিতে ক্লিক করুন।ক্লিক করার পর একটি নতুুুন পেইজ ওপেন হবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

তারপর পেইজটির বামপাশে আপনি একটা ভিডিও অপশন দেখতে পারবেন।(চ্যানেলটিতে ভেরিফাই করার আগে ৫ সেকেন্ডের একটা ভিডিও হলেও আপলোড করে রাখবেন।) তারপর সেখান থেকে ভিডিও icon এ ক্লিক করুন। 

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

তারপর আপনার একটা ভিডিওর title এর উপর ক্লিক করে ছবিতে দেখানো pen/eddite অপশনের উপর ক্লিক করুুুন।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

pen icon এ ক্লিক করার পর আপনার সামনে ভিডিওর title/description/thumbnail এসব অপশন শো হবে এখান থেকে নিচের দিকে ছবিতে upload thumbnail অপশনে ক্লিক করুন।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

upload thumbnail অপশনে ক্লিক করার পর আপনার সামনে Close/verify দুটি অপশন ওপেন হবে এখান থেকে verify অপশনে ক্লিক করুন|

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১

Verify এ ক্লিক করার পর ছবিতে দেখানো স্কিন ওপেন হবে সেখান থেকে country থেকে bangladesh এবং নিচে আপনার মোবাইলের/
চ্যানেলের মোবাইল নম্বরটি দিয়ে নিচের text me the verification code এই অপশনটিতে ক্লিক করে নিচের Submit বাটনে ক্লিক করুন।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১ নতুন ইউটিউব চ্যানেল খোলে থেকে কিভাবে চ্যানেল ভেরিফাই করে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন স্টেপ বাই স্টেপ

Submit এ ক্লিক করার পর আপনার দেওযা মোবাইল নম্বরে একটা ৬ সংখ্যার verification কোর্ড যাবে।ওই কোর্ডটা নিচের দেখানো শো হওয়া screen এ type করে নিচের submit বাটনে ক্লিক করুন।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১ নতুন ইউটিউব চ্যানেল খোলে থেকে কিভাবে চ্যানেল ভেরিফাই করে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন স্টেপ বাই স্টেপ

Submit বাটনে ক্লিক করার পর আপনার কাছেে  veryfied complete একটি পেজ শো হবে নিচের ছবিতে দেখুুন..

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সঠিক নিয়ম ২০২১ নতুন ইউটিউব চ্যানেল খোলে থেকে কিভাবে চ্যানেল ভেরিফাই করে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন স্টেপ বাই স্টেপ

এখন আপনার ইউটিউব চ্যানেলটি সম্পূূর্ন ভেরিফাইড।এখন আপনি নিশ্চিন্তে ভিডিও আপলোড করতে পারবেন।ইউটিউব সম্পর্কে আরো কিছু জানতে নিচের লিংকগুলোো ফলো করুন।

আজকে এই পোস্টটা থেকে আপনি যদি কোন বিষয় না বুঝে থেকেন অথবা অন্য কোন ভিষয়ে জানার খাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উওর দেওয়ার চেষ্টা করব।ধন্যবাদ।

জীবনকে দামি উপহার হিসেবে দেখো ,
অভিযোগ করো না, আনন্দ পাবে।

আরও দেখুনঃ

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।