Youtube ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়। Easy Ways to Get More Views on YouTube in. - বিশ্বকনিকা বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

Youtube ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়। Easy Ways to Get More Views on YouTube in.

Youtube ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়। Easy Ways to Get More Views on YouTube in.

ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়ঃ

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি সকলেই খুব ভালো আছেন।আজকের পোস্টে আমরা শিখব কিভাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়াবেন/ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর সহজ উপায়। ত যারা আমরা ইউটিউবিং শুরু করতে চাই অথবা ইউটিউবে নিয়জিত তারাই এই পোস্টটিতে ক্লিক করেছেন।

How to Get More Views on YouTube

আজকের এই পোস্টে আমি দেখাব কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার ইউটিউবে আপলোড করা ভিডিওতে প্রতিদিন হাজার হাজার ভিউয়ার্স বাড়িয়ে নিতে পারবেন।


ভিডিও ভিউ(view) কিঃ

আমরা যখন ইউটিউবে আমাদের তৈরি করা চ্যানেলটিতে কোন একটি ভিডিও আপলোড করি তখন যে ব্যাক্তিবর্গ আপনার ভিডিওটি দেখবে তারা হলে ওই ভিডিওর ভিউয়ার্স বা দর্শক।ইউটিউবে প্রতিটি ভিডিওর নিচে টাইটেল এর উপরে আপনি ওই ভিডিওর ভিউজ দেখতে পারবেন।            

ভিডিও তৈরির নিয়মঃ  

একটা Youtube চেনেলের সাবসক্রাইবার বাড়াতে একমাএ ভূমিকা পালন করে সেই চ্যানেরের ভিডিও।আপনার ভিডিও যদি ভালো এবং শিক্ষনীয় হয় তাহলে মানুষ আপনার ভিডিও দেখে খোশি হয়ে অটমেটিক সাবক্রাইব করে দিবে।এখন প্রশ্ন হলো আমি কি বড়/দামি ক্যামেরা দিয়ে ভিডিও করব?? আমি বলব না কারন এমনো ইউটিউবার আছে যারা শুধু মোবাইল দিয়ে স্কিন রেকর্ডার দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়েও আজ ১০০হাজার সাবসক্রাইবার পেয়েছে।তাই আমি বলব আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন যাতে মানুষ ভিডিওটি দেখে কিছু জানতে পারে বা শিখতে পারে।ভিডিওর কোয়ালিটি ১০৪০ হতে হবে তা ভূল কথা আপনার ভিডিও ৪৮০/৭২০ এরকম কোয়ালিটি হলেই হবে যাতে করে ভিডিও দেখার সময় পরিষ্কার দেখা যায়।       

যেভাবে ভিডিওতে ভিউ আসেঃ 

Youtube ভিডিওতে ভিউ আসার সর্বপ্রধান
 মাধ্যম হলো auto impression.অথাৎ আপনি আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড দিলেন।এখন যে ব্যাক্তি আর্নিং রিলেটেড ভিডিও বেশি দেখেন এবং সার্চ করেন তার কাছে আপনার ভিডিওটি অটোমেটিক হোমপেজে ইউটিউব শো করাবে।সেখান থেকে ভিউ পেতে পারেন।দ্বিতীয়ত কেউ যদি আর্নিং ভিডিও লিখে সার্চ(Search) দেয় তবে সেখানে যদি আপনার ভিডিও শো হয় সেখান থেকে ভিউজ পেতে পারেন।

কিভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাবেনঃ

সর্বপ্রথম ভিডিও আপলোড করার পূর্বে তিনটি বিষয় মনে রাখতে হবে।যে তিনটি বিষয় খেয়াল রেখে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ অটমেটিক আসতে থাকবে।নিচে পরপর তিনটি বিষয় আলোচনা করা হলো।  
  1. ভিডিওর টাইটেল/title
  2. ভিডিওর ট্যাগ/tag
  3. ভিডিওর Thumbnail.

[১] ভিডিওর টাইটেলঃ সর্বপ্রথম আপনার ভিডিওটা কি সম্পর্কিত তা নির্ধারন করা।আর টাইটেল নির্ধারনের জন্য Google keyword research tool ব্যবহার করা।

উদাহরণস্বরূপঃ আপনার ভিডিও (১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে) এখন আপনি  keyword research tool এ (১৯৭১ সালের যুদ্ধ) লিখে সার্চ দিলে আপনার সামনে হাজারো টাইটেল show হবে সেখানে আপনি দেখতে পারবেন কি লিখে মানুষ বেশি ইউটিউবে সার্চ করে।যেমনঃ আসল [১৯৭১ সালের মুক্তিযুদ্ধ --সার্চ ১০০ হাজার(k)] [১৯৭১ সালের যুদ্ধ --১০ হাজার(k)] এখান থেকে প্রথমটি ১০০ হাজার সার্চ এটা যদি আপনি আপনার ভিডিওর টাইটেলে ব্যবহার করেন তাহলে বেশি ভিউ পাবেন।তাছাড়া কিভাবে keyword research tool ব্যবহার করবেন উপরের লিংকে ক্লিক করে দেখে নিবেন।

[২] ভিডিওর ট্যাগঃ আপনার ভিডিও মানুষের কাছে ছড়িয়ে দিতে এই ট্যাগের ভূমিকা অনেক।আপনি আপনার ভিডিওর ট্যাগ অপশনে যে ট্যাগগুলো লিখে দিবেন ঐ সম্পর্কে কেউ যদি ইউটিউবে সার্চ করে তাহলে আপনার ভিডিওটি তার কাছে show হবে। ভিডিওতে বেশি ভিউ বাড়ানোর জন্য YT studio অ্যাপটি ডাউনলোড করে আপনার ভিডিওর উপর ক্লিক করে (ইডিট অপশনে) সবার নিচে tag নামের অপশন দেখতে পাবেন সেখানে ভিডিওর tag বসাতে হয়।

আরও পড়ুনঃ


আপনার ভিডিও কি সম্পর্কে তার কিছু মূলকথাই হলো tag.আপনার ভিডিও "বিটকয়েন আর্নিং করার নিয়ম" সম্পর্কে এখন আপনি tag দিবেন "বিটকয়েন" অথাৎ মূল অংশটুকু tag. এ দিতে হয়।

[৩]ভিডিওর Thumbnail/লগোঃ একটা ভিডিও কি সম্পর্কিত তা ভিউয়ার্স জানতে পারে  ভিডিওর উপরের লগো/ছবি দেখে।উপরের ছবি দেখেই ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করে।তাই ভিডিওতে ভিউ পাওয়ার জন্য Thumbnail ব্যবহার করা অত্যাবসকীয়।

ত বন্ধুরা আশা করি ভিডিওর ভিউ বাড়ানোর উপায় কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন।আর যদি তোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট কে জানাবেন।আমি আপনার প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করব।সকলকে ধন্যবাদ।

আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।