মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম। How To Creat Youtube Channel
How To Creat Youtube Channel
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম-হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই খুব ভালো আছেন।আজকের পোস্টে আমরা শিখব মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার সঠিক পদ্ধতি ২০২০। বর্তমান বিশ্বের পাঁচটি বড় ওয়েবসাইটের মধ্যে ইউটিউব Youtube অন্যতম।পৃথিবীর লক্ষ কোটি মানুষ শুধুমাএ ইউটিউব দিয়ে তাদের ক্যারিয়ার ঘড়ে তোলেছে। যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।দেখা গেছে ইউটিউবারদের ইউটিউবে কাজ করে যে পরিমান টাকা ইনকাম করে এতে তাদের কোন প্রকার চাকরি করার প্রয়োজন হয় না।
ইউটিউব থেকে ইনকাম করার সহজ পাঁচটি পদ্ধতি দেখুন।
মোবাইল/কম্পিউটার যেকোন ডিভাইস দিয়েই আপনি ইউটিউব youtube চ্যানেল খোলতে পারবেন।আজকের পোস্টে আমি দেখাব কিভাবে আপনি মোবাইল দিয়ে প্রোফেসনালভাবে ইউটিউব চ্যানেল খোলবেন।
ইউটিউব চ্যানেল খোলার পূর্বে
ইউটিউব চ্যানেল খোলার পূর্বে প্রথমত- আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি রাখবেন এবং কি লগু বা ছবি দিবেন তা আপনাকে নির্ধারন করতে হবে। দ্বিতীয়তঃ আপনার চ্যানেলটা কি রিলেটেড হবে অথাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড দিবেন তা আপনাকে বাছাই করতে হবে।
ইউটিউব চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করবেন
পর্যটকঃ মনে করেন আপনি বিভিন্ন স্থান ঘোরাঘুরি করতে পছন্দ করেন।আপনি প্রতিদিন/প্রতি সপ্তাহে/প্রতিমাসে হলেও যেকোনো পার্কে বা বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে যান এখন আপনি আপনার ভ্রমনের যাএার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করেছেন/আপনার অনুভূতি/সুন্দর স্থানের ভিডিও করে আপনার অনুভূতির কথা জানিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন।
অ্যাপ রিভিউঃ আবার হয়ত আপনি ইন্টারনেট সম্পর্কে ভালো জানেন বা অনলাইনে ইনকাম সম্পর্কে ভালো জানেন এখন আপনি অনলাইনে ইনকামের পদ্ধতি/সাইট/রিভিউ দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন।
প্রোডাক্ট রিভিউঃ হয়ত আপনি শপিং করতে ভালোবাসেন এখন আপনি বিভিন্ন কাপড়/প্রোডাক্ট এর দাম রিভিউ দিয়েও ভিডিও আপলোজ করতে পারেন।
ইউটিউব চ্যানেল ভেরিফাই করে প্রতিদিন হাজার হাজার সাবসক্রাইবার বাড়ানোর উপায় দেখুন।
মোবাইল দিয়ে যেবাবে ইউটিউব চ্যানেল খোলবেন
প্রথমত ইউটিউব চেনেল খোলার জন্য আপনাকে একটি Email একাউন্ট থাকতে হবে।যদি জিমেইল একাউন্ট খোলা থাকে তবে google অথবা m.youtube অ্যাপ থেকে ইউটিউব ওপেন করুন।
Your channel এর উপর ক্লিক করার পর আপনাদেরকে আপনার চেনেলের নাম দেওয়ার কথা বলা হবে এখানে আপনি যে নামে চ্যানেল খোলবেন সে নামটি দিযে দিবেন যেমনটা আমি ছবিতে দেখিয়ে দিয়েছি।
এখন আপনার ইউটিউব চেনেল তৈরি করা সম্পর্ন এখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন।
ত বন্ধুরা আজকের পোস্টটা এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন।আর যদি কোন বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যথাসমম্বব উওর দেওয়ার চেষ্টা করব।সকলকে ধন্যবাদ।
ভাই এরকম একটা আর্নিং অ্যাপ চাই যেটায় কাজ করে প্রতিদিনের টাকা প্রতিদিন নিয়ে নিতে পারব।ভাই plz শেয়ার করলে খুব উপকার হতো।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।আপনি যেরকম অ্যাপ চাচ্ছেন ঠিক সেরক ২ টা আর্নিং অ্যাপ আমাদের সাইটে শেয়ার করা হয়েছে।সার্চবক্সে অনলাইন আর্নিং লিখে সার্চ করলে অ্যাপগুলো পেয়ে যাবেন।
মুছুন